ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় গ্যাসের চাপ অব্যাহত রাখতে হাইকোর্টের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ঢাকায় গ্যাসের চাপ অব্যাহত রাখতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: ঢাকা শহরের বাসাবাড়িতে সরবরাহকৃত গ্যাসের চাপ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ নুরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।



ঢাকায় সরবরাহকৃত গ্যাসের চাপ কমে যাওয়ার অভিযোগ এনে ২০১১ সালে একটি রিট দায়ের করা হয়। একই বছরের ১৩ মার্চ হাইকোর্ট রুল জারি করেন।
মঙ্গলবার এ রুলের রায় দেওয়া হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিতাস গ্যাসের পক্ষে ছিলেন আইনজীবী ড. কাজী আক্তার হামিদ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।