ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাজমা বেগমকে এসিড নিক্ষেপ

৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারে নির্দেশ

ঢাকা: চাঁদপুরের কচুয়া থানার নাজমা বেগমের ওপর এসিড নিক্ষেপকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
 
এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন।


 
একইসঙ্গে নাজমা বেগমকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এছাড়াও হাইকোর্টের এ আদেশ প্রতিপালন করে আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে কচুয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
 
পরে মনজিল মোরসেদ বলেন, গত ০২ অক্টোবর রাতে  কয়েকজন সন্ত্রাসী নাজমা বেগমকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু পুরোপরি সুস্থ না হওয়ার পরও নাজমা বেগমকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া এসিড নিক্ষেপকারীরা প্রভাবশালী হওয়ায় তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না বলে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়।
 
এ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ যুক্ত করে রিট আবেদনটি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।