ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষতিপূরণ দাবি তাজরীনে ক্ষতিগ্রস্তদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ক্ষতিপূরণ দাবি তাজরীনে ক্ষতিগ্রস্তদের ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে দোষীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়।



শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, শ্রমিক নিরাপত্তা ফোরাম-এসএনএফ, সম্মিলত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ), গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলা যাবে না, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া উচিত।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঠিক চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, অগ্নিকাণ্ডে মালিক ও দায়ী কর্তৃপক্ষকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার তিন বছর পার হলেও দোষীদের কোনো বিচার হয়নি।

মালিক দেলোয়ার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ তারা পায় না।

‘তাজরীনের ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণের নামে শ্রমিক ঠকানোর কারসাজি আর কতদিন চলবে’ এ প্রশ্ন তুলে আইবিসির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, সস্তা শ্রমে অধিক মুনাফা করার যে প্রবণতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসে গেছে।

তিনি বলেন, অবিলম্বে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। সরকার যদি টালবাহানা বন্ধ না করে তবে সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।
 
সমাবেশ ও মানববন্ধনে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশনের সভাপতি তাহমিনা রহমান, বাংলাদেশ কেমিক্যাল ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, আইবিসির সভাপতি আমিরুল হক আমিন, শ্রমিক নেতা রামেশচন্দ্র রায়, সারোয়ার, সৈকত চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসজেএ/এমএইচপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।