ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা শুরু বুধবার

মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা শুরু বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর থেকে: প্রাচীন স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির। এ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী রাসমেলা শুরু হচ্ছে বুধবার (২৫ নভেম্বর)।


 
স্থানীয় ঢেঁপা নদীর ওপর নির্মিত ব্রিজ পার হলেই চোখে পড়ে মেলা প্রাঙ্গণ। মঙ্গলবার (২৪ নভেম্বর) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় স্টল নির্মাণের প্রস্তুতি শেষ পর্যায়ে।

বাহারি রং-ঢংয়ে সাজানো হচ্ছে প্রায় প্রতিটি স্টল। নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা হরেক পসরা নিয়ে এসেছেন মেলা উপলক্ষে। বিভিন্ন স্টলের পাশাপাশি মেলাকে আরও আকর্ষণীয় করার জন্য রয়েছে সার্কাস, যাত্রা ও পুতুল নাচ।

জেলার কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ঢেঁপা নদীর পশ্চিম তীরে কান্তজিউ মন্দিরের অবস্থান।

এ মন্দির ঘিরেই প্রতিবছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেদিতে পূজা-অর্চনার মধ্যদিয়ে রাসমেলা শুরু হয়। মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

মেলায় অংশ নেওয়া শান্তি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক হরেন্দ্র চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, প্রতিবছরই আমরা মেলায় অংশ নিই। মেলার নিরাপত্তার জন্যে এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট।

একটি পুতুল স্টলের মালিক নরেশ জানান, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বহু পর্যটক ও ভক্তের সমাগম ঘটে এ মেলায়। আগত ভক্ত ও দর্শনার্থীদের মন্দিরের ভেতরেই রয়েছে থাকার সুব্যবস্থা।

মেলায় রাধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা ও পাপমোচনের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ ও ভক্ত এখানে আসেন।

বুধবার বিকেল ৪টায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কান্তজিউ রাজদেবোত্তের এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমআই/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।