ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের জন্য ‘পৃথক’ ভূমি কমিশন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আদিবাসীদের জন্য ‘পৃথক’ ভূমি কমিশন দাবি মুজাহিদুল ইসলাম সেলিম

ঢাকা: আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

 

গাজীপুরের হাতিয়াব ইউনিয়নের বনগ্রামে জরু বর্মণ হত্যাকাণ্ডের সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে  আদিবাসী বিষয়ক কোয়ালিশন (এনসআইপি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সেলিম অভিযোগ করেন, ‘নানাভাবে আদিবাসীদের নির্যাতন করে তাদের জমি দখল করা হচ্ছে। ভূমি আইন থাকলেও তা কোনো কাজে আসছে না। ’

‘তাই আদিবাসীদের জন্য পৃথক ভ‍ূমি কমিশন গঠন করা দরকার। অন্যথায় তাদের নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। ’

এ সময় জরু বর্ম্মন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এতে বিচার দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় কোয়ালিশনের মহাসচিব প্রফেসর মেজবাহ কামাল, আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কবি কাজী রোজী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল, কেন্দ্রীয় সংগঠক জান্নাত-ই-ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসজেএ/এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।