ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় কৃষিপণ্যের বাজার ঘুরলেন ডেনমার্কের রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ভালুকায় কৃষিপণ্যের বাজার ঘুরলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় গারো সম্প্রদায়ের কৃষি পণ্যের বাজার পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত হেন ফাগল এসকঞ্জার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় চাঁনপুর গারোবাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।



রাষ্ট্রদূত উপজেলার উপজেলার চাঁনপুর সেন্টপিটার প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আদিবাসীদের উদ্যোগে গড়ে ওঠা সবজি, ডিম ও ছাগল কালেকশন সেন্টার পরির্দশন করেন। পরে তিনি স্থানীয় চাঁনপুর এলাকার গারো বাজার ক্লাবে কৃষক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ডেনমার্কের আইএফএমসির চিফ অ্যাডভাইজার রিলা মরস্লান্ড ও এফও’র অ্যাডভাইজার ক্যাটরিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন উর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত নিজেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।