ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ার অস্ত্র মামলা

চারমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
চারমাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

ঢাকা: প্রায় ১২ বছর আগে বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা চারমাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ মামলার এক আসামির জামিন আবেদন খারিজ করে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।



এ মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলিদের গাফিলতি আছে কি-না তা তদন্ত করতে স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
জানা গেছে, ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার একটি ট্রাক থেকে চাইনিজ রাইফেলের ৪৫ হাজার গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরের দিন বগুড়া থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়।

এ মামলার আসামি আশিস দেববর্মার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এ আবেদন খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট ওই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।