ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৪ ব্যবসায়ীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
পাথরঘাটায় ৪ ব্যবসায়ীর জরিমানা ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌর শহরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে র‌্যাবের হাতে আটক চার ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এ দণ্ড দেন।



সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-আট এর পটুয়াখালী ক্যাম্পের এএসপি ফজলুল হকের নেতৃত্বে বিকেল ৫টার দিকে শহরের কালীমন্দির এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় দোকানে কারেন্ট জাল মজুদ রাখা ও  বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দোকান থেকে বেশকিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। উৎপাদন, বিক্রি, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ জালগুলো পরে পুড়িয়ে ফেলা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মিজানুর রহমান মল্লিক, মো. সেলিম রেজা, মহেন্দ্র বালা ও মিজানুর রহমান তালুকদার।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।