ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ২ ইটভাটা মালিকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মানিকগঞ্জে ২ ইটভাটা মালিকের জরিমানা

মানিকগঞ্জ: নীতিমালা অনুযায়ী ৫০ শতাংশ ফাঁপা ইট তৈরি না করার অপরাধে মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডীঘাট এলাকার দুই ইটভাটা মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবরিন চৌধুরী এ জরিমানার আদেশ দেন।



অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মেসার্স ফাহিম ব্রিক্সের মালিক সাইফুল ইসলাম ও মেসার্স ন্যাশনাল ব্রিক্স করপোরেশনের মালিক আবদুল মাজেদ।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জের সিনিয়র কেমিস্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত দুপুরে ওই দুই ইটভাটায় অভিযান চালায়।

এ সময় ৫০ শতাংশ ফাঁপা ইট উৎপাদন না করার দায়ে সাইফুল ইসলামকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাজেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সঙ্গে সঙ্গে মালিকরা জরিমানা পরিশোধ করেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।