ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বৃহস্পতিবার মধ্যরাতের আগে আগাম প্রচারণা বন্ধের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বৃহস্পতিবার মধ্যরাতের আগে আগাম প্রচারণা বন্ধের নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত ১২টার আগেই সব ধরনের আগাম প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিষয়টি জানিয়েছে ইসি সচিব সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বুধবার (২৫ নভেম্বর) সব ধরনের প্রচার-প্রচারণা সামগ্রী সরিয়ে ফেরতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।



এজন্য রিটার্নিং কর্মকর্তা ও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা এরপরও কারো প্রচারণা সামগ্রী পেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হতে পারে।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ২৩৪ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বুধবার আরও দু’টি পৌরসভায় ভোটগ্রহণের প্রজ্ঞাপন জারি করে ইসি। এ দু’টি হলো- গাজীপুরের শ্রীপুর ও রাজশাহীর নওহাটা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।