ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গুলিতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজধানীতে গুলিতে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গাবতলীর দ্বীপনগর-বালুরমাঠ এলাকায় গুলিতে অজ্ঞাত-পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, গুলিতে আহত ওই যুবককে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌতম উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।   এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দারুস সালাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, আমরা জানতে পেরেছি, ওই স্থানে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫   
এজেডএস/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।