ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতে লেখা পাসপোর্টের বিদায়, ভোগান্তিতে যাত্রীরা

মবিনুল ইসলাম, মাহিদুল ইসলাম রিপন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
হাতে লেখা পাসপোর্টের বিদায়, ভোগান্তিতে যাত্রীরা ফাইল ফটো

হিলি স্থলবন্দর, দিনাজপুর: মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ হয়েছে হাতে লেখা পাসপোর্টের যুগ। বুধবার থেকে হাতে লেখা পাসপোর্ট আর নিচ্ছে না ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) না থাকায় ভোগান্তিতে পড়েছে বিদেশ ভ্রমণেচ্ছু যাত্রীরা।

দিনাজপুরের হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে এমআরপি না থাকায় হিলি ইমিগ্রেশন পুলিশ অনেক যাত্রীকে ফিরিয়ে দিচ্ছেন। তাদের ভারত ভ্রমণে যেতে দেওয়া হচ্ছে না। আবার ভারত থেকে হাতে লেখা পাসপোর্টে বাংলাদেশগামী কোনো যাত্রীও তারা গ্রহণ করছেন না। হাতে লেখা পাসপোর্টধারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. রফিকুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীর কাছে এমআরপি না থাকায় ৯ যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে। অপর দিতে ভারত থেকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা ২৩ যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে।

রফিক আরও জানান, যারা ২৪ নভেম্বরের পূর্বে হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশের বাইরে গেছেন তারা দেশে প্রবেশ করতে এলে শুধু তাদেরই নেওয়া হচ্ছে। এছাড়া কোনো যাত্রীকে দেশে ঢুকতে কিংবা দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। উপরের এমনই নির্দেশনা আছে বলেও তিনি জানান।

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ম্যানাপুরের বাসিন্দা আমিনুর সরকারের শ্বশুরবাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার রাঙ্গামাটি গ্রামে। তার আত্মীয় একই গ্রামের রফিক উদ্দিন মন্ডলকে নিয়ে বাংলাদেশে তার শ্বশুরবাড়ি আসতে চেয়েছিলেন। ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে প্রবেশে অনুমতি দিলেও এমআরপি পাসপোর্ট না থাকায় তাদের ফেরত দেন বাংলাহিলি কর্তৃপক্ষ।
 
আমিনুর বাংলানিউজকে বলেন, ‘আমরা জানতামই না যে হাতে লেখা পাসপোর্ট আর চলে না। জানলে আসতাম না। অনেক খরচ করে এসেছি এখন ফেরত যেতে হবে। ’

অফিসার ইনচার্জ রফিক বাংলানিউজকে আরও জানান, বিদেশিদের ওপর হামলা হওয়ায় কোনো বিদেশি হিলি দিয়ে প্রবেশ করলে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিক রেখা তুলসান বাংলাহিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাকে স্থানীয় হাকিমপুর থানা পুলিশ ফুলবাড়ি পর্যন্ত পুলিশ পাহারায় পৌঁছে দেয়।

বৈধ উপায়ে ভারতে ঢুকতে না পারলেও অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন। সেখানে হাতে লেখা কিংবা এমআরপি কোনো পাসপোর্টেরই দরকার হয় না।

হিলি স্থলবন্দর থেকে মাত্র ১০০ গজ দূরে রয়েছে হিলি রেলওয়ে স্টেশন। তার পাশেই রয়েছে বাংলাদেশ ভারতের অভিন্ন গ্রাম। সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। সেই সুবাদে দালালরা অনায়াসেই তাদের ভারত প্রবেশের সুযোগ করে দিচ্ছে।

বাংলাদেশ থেকে ভারতে হাতে লেখা পাসপোর্ট নিয়ে যেতে না পেরে জনৈক যাত্রী দালালদের সাথে ১ হাজার টাকা দিয়ে চুক্তি করে ভারত যাওয়ার দরকষাকষি করছে। বিষয়টি জানতে তাদের কাছে গেলেই সাংবাদিক দেখে তারা চম্পট দেয়।

এর আগে সংবাদ সংগ্রহের জন্য হিলি ইমিগ্রেশনে পৌঁছালেই জনৈক দালাল এগিয়ে এসে জিজ্ঞেস করেন ভারতে যাবেন পাসপোর্টে না বিনা পাসপোর্টে? পকেট থেকে নোটবুক বের করে তার নাম জিজ্ঞেস করতেই তিনি আস্তে কেটে পড়লেন। তাকে আর দেখা যায়নি।
 
২৪ নভেম্বর শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী থেকে বিদায় ঘটেছে হাতে লেখা পাসপোর্টের। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া এখন আর কোনো দেশে ভ্রমণ করা যাবে না।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর সব দেশকে পাসপোর্ট বদলের জন্য ১০ বছর সময় ধার্য করে দেওয়া হয়। সেই সময়কাল শেষ হয়েছে গত ২৪ নভেম্বর।

সন্ত্রাসীদের অবাধ বিচরণ ঠেকাতে ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমআরপি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল আইসিএও।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।