ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

গাইবান্ধা-মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গাইবান্ধা-মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগরের মোট ১০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গাইবান্ধার মামলায় সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ জন এবং মৌলভীবাজারের মামলায় ৪ জন আসামি রয়েছেন।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পৃথক পৃথকভাবে ওই দুই মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল। গাইবান্ধার মামলায় প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন এবং মৌলভীবাজারের মামলায় প্রসিকিউটর শেখ মুশফিক কবির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।

প্রসিকিউটর সুমন জানান, ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ১৩ জনকে হত্যা-গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে।

অন্যদিকে প্রসিকিউটর মুশফিক জানান, মৌলভীবাজারের রাজনগরের চার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা-গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে।

দু’টি মামলারই তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন বলে জানান প্রসিকিউটররা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।