ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সৈয়দপুরে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত ছবি: প্রতীকী

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার সহপাঠী মতিন (১৭)।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সেপটিক ট্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম জেলা সদরের সংগলশী ইউনিয়নের দীঘলডাঙ্গি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সৈয়দপুর কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

আহত মতিনকে গুরুতর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, রফিকুল ও মতিন সকালে কলেজে যাচ্ছিল। পথে সেপটিক  ট্যাংকের কাছে এলে রংপুরগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এসময় আহত হন মতিন।

এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।