ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিভাগীয় বইমেলা শুরু শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিভাগীয় বইমেলা শুরু শনিবার

ঢাকা: রুচিশীল পাঠক বাড়ানোর মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে বিভাগীয় পর্যায়ে বইমেলা শুরু হচ্ছে শনিবার (২৮ নভেম্বর)।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ তথ্য জানান।



এ সময় সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, অন্যপ্রকাশের নির্বাহী প্রধান মাজহারুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তা ও বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
আসাদুজ্জামান নূর জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যম এই বইমেলা রাজশাহী বিভাগে চলবে ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। রংপুর বিভাগের দিনাজপুরে ১১ থেকে ১৯ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগে ৩০ থেকে ডিসেম্বর ৮ জানুয়ারি এবং সিলেটে ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। এসব মেলায় প্রায় ৬০ থেকে ৭০টি বইয়ের স্টল থাকবে।

পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান সংস্কৃতিমন্ত্রী।

ঢাকার বইমেলা বিকেন্দ্রীকরণ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বইমেলার পর আরও দু’টি মেলা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। এছাড়া, ছোটখাটো বেশ কিছু বইমেলা বিভিন্ন পর্যায়ে আয়োজন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।