ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ফরিদগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১৫

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়ার ইটভাটায় ও চাঁদপুর গ্রামে পৃথক ঘটনায় খাদ্যে বিষক্রিয়ায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।



বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

এরা হলেন- পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজার সংলগ্ন মিন্টুর ইটভাটার শ্রমিক সালাউদ্দিন (২২), মাহিন (৩৫), জমসেদ (২৫), মাসুদ (৩৬), কবির হোসেন (৩৩), সোহেল (২৬), বাবুল (৩৪), জুয়েল (২৫), সায়েদ (১৫), সাহিদা বেগম (৩৫) ও তার ছেলে মো. রহমান (০৭)। চাঁদপুর গ্রামের আবদুল মতিন (৭১), তার স্ত্রী আমেনা বেগম (৬০), কবির হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৭) ও ফয়সাল হোসেনের স্ত্রী রেহেনা আক্তার (২১)।

ইটভাটার মালিক মিন্টু বেপারী বাংলানিউজকে জানান, অসুস্থ শ্রমিকরা প্রতিদিনের মতো রাতের খাবার খায়। রাত ১১টার দিকে পরপর সবাই বমি করে এবং মাথায় যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মিন্টু আরও জানান, তার কাছে স্থানীয় কিছু বখাটে যুবক চাঁদা দাবি করে। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে তারা নেশা জাতীয় কোনো কিছু মিশিয়ে দিয়েছে।

অপরদিকে চাঁদপুর গ্রামের আহতদের আত্মীয় তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার  দুপুরে মুরগির মাংস ও লাল শাক দিয়ে ভাত খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। তারা যেখানে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায়ই অচেতন হয়ে পড়ে থাকেন। তাদের প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তারাও চিকিৎসাধীন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলায়েত হোসেন খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, অসুস্থদের চিকিৎসা চলছে। তবে সুস্থ হতে একটু সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।