ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে ট্রাকের চাপায় হাকিম শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‍দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফেলুর দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত হাকিম শেখ সদরের মূলঘর ইউনিয়নের রসোড়া গ্রামের মৃত শমসের শেখের ছেলে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে স্থানীয় আহলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।