ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চাচাতো ভাই হত্যায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সিলেটে চাচাতো ভাই হত্যায় যুবকের যাবজ্জীবন

সিলেট: সিলেটে কিশোর তারেক আহমদ (১৭) হত্যা মামলায় চাচাতো ভাই লিয়াকত আলীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সিলেট জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের আরব আলীর ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির আঙ্গিনায় তারেককে কুপিয়ে গুরুতর জখম করেন লিয়াকত আলী। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তারেকের।

এ ঘটনায় নিহত তারেকের মা আসমা বেগম বাদী হয়ে লিয়াকত আলী, তার মা তাহের বেগম ও আত্মীয় সোয়ারা বেগমকে আসামি করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মার্চ শুধু লিয়াকত আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দিলওয়ার হোসেন। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম, আবদুল খালিক ও সুরুজ আলী।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এনইউ/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।