ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয় নিশ্চিত না হয়ে সচিবালয়ে দর্শনার্থী পাস নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পরিচয় নিশ্চিত না হয়ে সচিবালয়ে দর্শনার্থী পাস নয়

ঢাকা: নিরাপত্তা ঝুঁকি এড়াতে দর্শনার্থীদের পরিচয় নিশ্চিত না হয়ে সচিবালয়ে প্রবেশ পাস ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়কে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদা থেকে সচিব পর্যন্ত উর্ধ্বতন কর্মকর্তাদের পাস ইস্যুর ক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। একজন কর্মকর্তা ১০টি পাস ইস্যু করতে পারেন। এই চিঠি ইস্যুর পর প্রত্যেক কর্মকর্তা পাঁচটি পাস তার অনুকূলে ইস্যু করতে পারবেন।    

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত চিঠিটিতে সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকি হ্রাস ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখা, দর্শনার্থীর পূর্বপরিচয় নিশ্চিতকরণ, সোমবার বিকেল ৩টার আগে কোনো ধরনের সভা না ডাকা এবং ‘সচিবালয়ে প্রবেশ নীতিমালা ২০১৪ সাল’ বহির্ভূত অস্থায়ী প্রবেশপত্র ও গাড়ি স্টিকার না দেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, দর্শনার্থী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশকারী ব্যক্তিদের তথ্য যাচাই করে দেখা গেছে, পাশ ইস্যুকারী কর্মকর্তা দর্শনার্থীকে চেনেন না। পূর্বপরিচয় নিশ্চিত না হয়ে দর্শনার্থী পাস ইস্যু করার ফলে সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে।

সচিবালয়ে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাত হাজার। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় যোগদান করতে প্রতিদিন তিন হাজার ব্যক্তি বা কর্মকর্তা সচিবালয়ে প্রবেশ করেন। সোমবার ছাড়া দৈনিক ১০টি করে প্রায় ১০ হাজার পাস ইস্যু করা হয়। এছাড়া, সচিবালয়ে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের আড়াই থেকে তিন হাজার গাড়ির ড্রাইভার প্রবেশ করেন।

পাশাপাশি বিভিন্ন দফতর, সংস্থা, মাঠ পর্যায়ের কর্মকর্তা সচিবালয়ে আসেন। এতে প্রতিদিন প্রায় ২৫ হাজার লোকের সমাগম হয় সচিবালয়ে।

পাস ইস্যু করার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত মন্ত্রণালয়, বিভাগের সিনিয়র সচিব, সচিবের একান্ত সচিব ও নিরাপত্তা-২ অধিশাখার কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএমএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।