ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গাংনীতে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: ভেজাল বীজ চড়া দামে বিক্রি ও অপরিস্কার স্যাঁত স্যাঁতে স্থানে সংরক্ষণের অভিযোগে গাংনী বাজার ও ধানখোলা বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ জরিমানা আদায় করেন।



গাংনী বাজারের চৌগাছা বীজ ভান্ডারের মালিক হাসান আলীকে ২ হাজার পাঁচশ’ টাকা, ধানখোলা বাজারের ইসলাম অ্যান্ড ব্রাদার্সের মালিক ফজলুল হককে ২ হাজার টাকা ও ধানখোলা বীজ ভান্ডারের মালিক জামাল উদ্দীনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে জানান, বিএডিসি’র মোড়কে ভেজাল বীজ চড়া দামে বিক্রি ও স্যাঁত স্যাঁতে স্থানে সংরক্ষণ করার অভিযোগে বীজ ভান্ডারের এসব মালিকদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মেহেরপুর বিভাগের উপ পরিচালক (বীজ ) ড. আখতারুজ্জামান, আমঝুপি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম, গাংনী উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।