ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ লাখ ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
চাঁদপুরে ২ লাখ ৬০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে দুই লাখ ৬০ হাজার চারশ’ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করে।



বৃহস্পতিবার দুপুর ১টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘনার মোহনায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এমভি কর্ণফুলি-তিন নামে একটি লঞ্চে তল্লাশি চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। যার দাম আনুমানিক ৫২ লাখ আট হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের ডাকাতিয়া নদীর পাড়ে কোস্টগার্ড জেটিতে এনে কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এসময় মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌ-পথে অবৈধ পণ্য পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।