ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
শৈলকুপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ী গ্রামের  মাঠে থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



সকালে ওই গ্রামের মাঠে হাত-পা বাধা এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।