ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নোয়াখালীকে বিভাগ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি করেছে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে র‌্যালি শুরু হয়।



ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাচীন জেলা নোয়াখালী। তাই নোয়াখালীর সঙ্গে ফেনী, চাঁদপুর, লহ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়াকে যুক্ত করে নোয়াখালী বিভাগ করার দাবি জানান র‌্যালিতে অংশ নেওয়া বক্তারা।  

বক্তারা বলেন, নোয়াখালীকে বিভাগে বাস্তবায়ন করা হলে চট্টগ্রামের ওপর অনেকটা চাপ কমে আসবে।

নোয়াখালীর সর্বস্তরের জনগণ র‌্যালিতে অংশ নেন। এসময় নোয়াখালীর ঐতিহ্যবাহী গান পরিবেশন করা হয়।

র‌্যালির আয়োজক সূত্রে জানা গেছে, র‌্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআইএস/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।