ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আখাউড়ায় পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাতকড়া পরিহিত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনেরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দেলো নামে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কোড়াতলী গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) করিম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার আজমপুর কোড়াতলীতে অভিযান চালিয়ে দেলোকে আটক করে। এ সময় হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় স্বজনেরা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত  করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।