ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি ও বাংলাদেশ কিষাণী সভা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল এতে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক উচ্চমূল্যে সার, ডিজেল, কীটনাশক কিনে ও হাড়ভাঙা পরিশ্রম করে প্রতিবছর ফসল ফলায়। কিন্তু প্রতিবছরই কৃষকেরা লোকসানের সম্মুখীন হন। সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান না কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এ সুযোগে অর্থ উপার্জন করছে মধ্যস্বত্বভোগীরা।

এসময় বক্তারা কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআইএস /এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।