ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে এগারশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
গোদাগাড়ীতে এগারশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে এক হাজার ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন র্যাব-৫’র সদস্যরা। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।



শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- বাইরুল ইসলাম (২৭) ও মিজানুর রহমান (২০)।

র্যাব-৫’র মেজর মুহাম্মদ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সারলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় এক হাজার ১৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে ভারত থকে চোরাইপথে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।