ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
২ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৪৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক ও এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ৪৫ জন আহত হয়েছেন।



শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানাধীন পাচিলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে রয়েছেন- এসআর পরিবহনের চালক তুষার (৪৫)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। নিহত অপরজন এস আলম পরিবহনের হেলপার। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।  
 
আহতদের মধ্যে- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মৃত হরমুজ আলীর ছেলে আবুল হাসেম (৫৫), টাঙ্গাইল জেলার নাগরপুরের দেলবার খানের ছেলে আয়নাল (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের দুই ছেলে শাহ আল (৪৫) ও রবিউল (২৫), শাহজাদপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিফাত মোল্লার ছেলে মমিন উদ্দিন (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের ইসমাইলের ছেলে মোতালেব (৪৫), নওগাঁ জেলা সদরের মুরাদপুর এলাকার রাজুর মেয়ে নিপা (১০) ও স্ত্রী নাজমা (৩০), বগুড়া জেলার ধুনট থানার বিশ্বহরিগাছা গ্রামের আবু হেসা (৩০), নওগাঁ জেলার রবিঘাট এলাকার মন্টু সরকারের ছেলে স্বপন, পাবনা জেলার দোগাছি গ্রামের সিদ্দিকের স্ত্রী আকলিমা (৩৫) এবং সিরাজগঞ্জের সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সুজনের (১৮) নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।  
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, উত্তরবঙ্গগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এসআর পরিবহনের চালক ও এস আলম পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ৪৫ জন।
 
দুর্ঘটনা কবলিত বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়।   দুর্ঘটনার কারণে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হলেও প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।  
 
সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আশরাফ উদ্দিন বলেন, সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৪৫ জনকে প্রাথমিকভাবে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১১ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫/ আপডেটেড: ১৭৪৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।