ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মংলায় ঠিকাদারকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
মংলায় ঠিকাদারকে হত্যার অভিযোগ

বাগেরহাট: বাগেরহাটের মংলায় সড়ক দুর্ঘটনায় খোকা তালুকদার (৪৭) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে, নিহতের পরিবারের সদস্যরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।



পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রামে নিহতের নিজ বাড়ি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত খোকা তালুকদার দিগরাজ গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে মংলা বন্দর সংলগ্ন ইপিজেড এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা খোকা তালুকদার, তপন ঘোষ ও নাজমুল নামে তিন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে তাদের পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করে স্থানীয়রা। রাতেই খোকা তালুকদার মারা যান। আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
  
নিহত খোকার মেয়ে শিউলি বেগমের অভিযোগ, তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। শিউলি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তপন নামে এক ব্যক্তি তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ি ফিরে না আসায় রাত ১২টার দিকে বাবাকে ফোন দেন তিনি। তখন বাবা ফোন রিসিভ করে ‘খুব সমস্যার ভেতর আছি, আর ফোন দিওনা’ বলে ফোন কেটে দেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, নিহত খোকা তালুকদার সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে আমরা শুনেছি। পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। নিহতের শরীরে বেশ কিছু গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।