ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ভারতীয় মদ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
মুক্তাগাছায় ভারতীয় মদ জব্দ, আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এ সময় সোহেল (৪০) ও ফজলুর রহমান (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।



শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়ায়নের পুলিশ সুপার মুনিবুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান আটক ব্যক্তিদের বাড়ি ধোবাউড়া উপজেলার কলসিন্ধুর এলাকায়।

এর আগে সকালে উপজেলার নতুন বাজার আয়মান নদীর ব্রিজের পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিমের নেতৃত্বে ব্যাটালিয়ান পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা মূল্যের ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের মুক্তাগাছা থানায় হস্তান্তর এবং তাদের নামে মামলা দায়ের করা হয়েছে, জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।