ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে যুবলীগের ২ কর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
নাটোরে যুবলীগের ২ কর্মী গুলিবিদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগের ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

এরা হলেন- শহরের কানাইখালি মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে রেদোয়ান সাব্বর (২৬)  ও শহরের মল্লিকহাটী মহল্লার মৃত ইয়ার আলীর ছেলে সোহাগ।



শুক্রবার(২৭ নভেম্বর)বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে রেদওয়ান সাব্বির ও সোহাগ নামে দুই যুবলীগ কর্মী মোটরসাইকেলে মল্লিকহাটি এলাকা দিয়ে তেবাড়িয়ায় যাচ্ছিলেন। পথে মল্লিকহাটি চৌধুরী বাগান এলাকায় প্রতিপক্ষরা তাদেরকে গুলি করে। এতে সাব্বিরের হাতে ও সোহাগের পায়ে গুলি লাগে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতরা জানিয়েছে, কী কারণে তাদের ওপর হামলা চালিয়েছে তা তারা বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।