ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে মন্ত্রী পরিষদ সচিব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিলুপ্ত ছিটমহলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মানসম্মত স্বাস্থসেবার নিশ্চিতকরণ ও জমিজমা সংক্রান্ত নানা জটিলতা প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধানের জন্য মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে জোর দাবি জানিয়েছেন সদর উপজেলার সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলবাসী।



গাড়াতি ছিটমহলের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, আমাদের এই বিলুপ্ত ছিটমহলের মধ্যে কিছু খাস জমি আছে। তিনি জানতে চান এই খাস জমিগুলোর ভূমিহীনদের দেওয়ার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কিনা।

গাড়াতি ছিটমহলের মাহাবুবুর রহমান বলেন, বিলুপ্ত ছিটমহলের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য এখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন অত্যন্ত জরুরি।

জেলার বোদা উপজেলার সদ্য বিলুপ্ত কাজল দিঘী ছিটমহলের মকলেছার রহমান বলেন, ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের জন্য আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের নামের তালিকা করে গেজেটভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। কারণ মৃত্যুর পর নতুন আমাদের প্রজন্ম জানবে এই ছিটমহল বিনিময়ে আমরা আন্দোলন করেছি। আমরা ইতিহাসের অংশ হতে চাই।

গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান সেখানে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার অধূনালুপ্ত গাড়াতি ছিটমহলে জেলা প্রশাসনের আয়োজনে ছিটমহলবাসীদের জীবন মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনা, পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহমদ,  রংপুর বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত ও পরিকল্পনা কমিশনের সদস্য মো. হুমায়ুন খালিদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের জীবন-মান উন্নয়নে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ সব সুযোগ সুবিধা প্রদানে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করে চলেছে।

তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলবাসীদের যেকোনা সমস্যা দ্রুত সমাধানে সরকার অত্যন্ত আন্তরিক। পরে তিনি সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের অসচ্ছল নারী ও পুরুষদের মাঝে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।