ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সিগন্যাল অমান্য করায় পুলিশের গুলি, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বগুড়ায় সিগন্যাল অমান্য করায় পুলিশের গুলি, আহত ১ রুবেল হোসেন

বগুড়া: বগুড়ায় সিগনাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে রুবেল হোসেন (৩৪) নামে এক পশু চিকিৎসক আহত হয়েছেন।
 
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সাবগ্রাম দ্বিতীয় বাইপাস মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে।



আহত রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
 
রুবেল সদর উপজেলাপর চান্দপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
 
স্থানীয়রা জানান, শহরের সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলো পুলিশ। এসময় পশু চিকিৎসক রুবেল হোসেন ওই পথ দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। চেকপোস্টের পুলিশ সদস্যরা তাকে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেন।
 
কিন্তু তিনি পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে এলাকা ত্যাগ করার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ডান হাতের কবজি গুলিবিদ্ধ হয়।
 
এ দৃশ্য দেখে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে ও চেকপোস্টে অবস্থানরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায় ও উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে সেখান থেকে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।
 
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, দায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাকে সন্দেহ করা হয়েছিলো। এ কারণে পুলিশ গাড়িটি থামানোর জন্য গুলি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।