ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সততা ও মনুষ্যত্ববোধ না থাকলে শিক্ষার মূল্য নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সততা ও মনুষ্যত্ববোধ না থাকলে শিক্ষার মূল্য নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, যে শিক্ষার মধ্যে বিচারবোধ, সততা ও মনুষ্যত্ববোধ থাকে না, সে শিক্ষার কোনো মূল্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম এজেন্ডা ছিলো সত্যের অন্বেষণ, তাই সত্যকে জানার জন্য সব সময় চেষ্টা করতে হবে।



শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় ইউনিটের তৃতীয় বছর পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করে মশিউর রহমান বলেন, আগে শিক্ষকদের মধ্যে দায়িত্ববোধ ছিলো। একজন কম মেধাবী ছাত্রকেও বিকশিত করার আপ্রাণ চেষ্টা করা হতো।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে পেরে আমি গর্বিত। এ বিশ্ববিদ্যালয়ই আমাকে একজন পরিপূর্ণ মানুষ করেছে। জ্ঞান জীবনের একটি অংশ, কীভাবে জ্ঞানের কাছে পৌঁছাতে হবে, সব সময় তার উপায় খুঁজতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সভাপতি রকীব উদ্দীন আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও  খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন রঞ্জন ঘোষ। আর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির খুলনা বিভাগীয় ইউনিটের মহাসচিব কাজী জুলফিকার আলী।

পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় আমাদের শিখিয়েছে দেশ, সমাজ ও মানুষকে ভালোবাসতে। ভালোবাসার সূচক দিয়ে ৠাংকিং করলে দেখা যাবে এ বিশ্ববিদ্যালয়ই শ্রেষ্ঠ। সত্যের অন্বেষণ করাই ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজেন্ডা। সত্য বলাই হচ্ছে একটি বৈপ্লবিক কাজ। সততা ও সাহসিকতা না থাকলে কোনো ডিগ্রিই কাজে আসে না।

এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে স্মৃতিচারণ, খেলাধুলা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআরএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।