ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।



শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ব্রাদার রঞ্জিত কুমার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি আরও বলেন, আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।