ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজ, সম্পাদক সুহান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজ, সম্পাদক সুহান

রাবি(রাজশাহী): মিনহাজুল আবেদিনকে সভাপতি ও সাইদুজ্জামান সুহানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে।  

শুক্রবার(২৭ নভেম্বর) বিকেলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আক্তার বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে মিনহাজুল আবেদিনকে সভাপতি, সাইদুজ্জামান সুহানকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সায়েম ও সদ্য বিদায়ী সভাপতি আয়াতুল্লাহ খোমেনী প্রমুখ।

হোক বিদ্রোহ যৌবনের চনমনে রোদে সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধ’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। শুক্রবার নতুন কমিটি ঘোষণার মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।