ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হেরোইনসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
সৈয়দপুরে হেরোইনসহ আটক ২ ফাইল ফটো

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের সাহেবপাড়া মহল্লার শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- সাহেবপাড়া মহল্লার বাবু (৪০) ও একই এলাকার আরজু (২২)।
 
পুলিশ জানায়, সাহেবপাড়া মহল্লার শিশু পার্ক এলাকায় প্রকাশ্যে হেরোইন বিক্রির সময় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ তাদের আটক করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সকালে আটক দু’জনকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।