ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৭ নভেম্বর) বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে ছাত্র-যুব ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।



এসময় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া এ মানবন্ধনে অংশ নেন।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, সনাক সদস্য রফিকুল ইসলাম নান্টু, অ্যাডভোকেট ভাস্কর বাগচী, অ্যাডভোকেট চিন্ময় সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।