ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চেজ বিগিনস’র এগিয়ে যাওয়ার প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
চেজ বিগিনস’র এগিয়ে যাওয়ার প্রত্যয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘আসুন পাশে দাঁড়াই উষ্ণতার চাদর হয়ে’। ২০১৩ সালের ০৮ নভেম্বর ফেসবুকে একটি ইভেন্টের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান সিলেটের কিছু উদ্যমী তরুণ।


 
তাদের এমন আহ্বানে দেশের মানুষ ও প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছিলো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একমাসে এ ইভেন্টে দুই লাখ ৪২ হাজার টাকা দান করেছিলেন। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছিলো আরও দুই হাজার পুরোনো উষ্ণ কাপড়।
 
অল্প সময়ে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ওই তরুণরা স্থায়ীভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার স্বপ্ন দেখেন। আর তা বাস্তবে রূপ দিতে একটি সংগঠন তৈরির উদ্যোগ নেন। একই বছরের ২৭ নভেম্বর সন্ধ্যায় তাদের হাত ধরেই ‘চেজ বিগিনস’ নামে একটি সংগঠনের জন্ম হয়।
 
‘আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে’ গঠিত সংগঠনটি জন্মের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেখতে দেখতে চলে গেছে দু’টি বছর।

শুক্রবার (২৭ নভেম্বর) সমাজসেবামূলক এ সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূর্তির এবারের শ্লোগান, ‘বাধা বিপত্তি সংশয় করে জয়, এগিয়ে যাওয়ার প্রত্যয়’।
 
বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুরো অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের মেন্টর মিসবাহ উদ্দীন আহমদ ও দফতর সম্পাদক দিব্য জ্যোতি সী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চেজ বিগিনস’র উপদেষ্টা ও এটিএনবাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ্ মুজিবুর রহমান জকন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, সংস্কৃতিকর্মী সেলীনা চৌধুরী, চেজ বিগিনস’র উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পিংকু ধর, চেজ বিগিনস’র প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল জামান প্রমুখ।

চেজ বিগিনস’র ভারপ্রাপ্ত সভাপতি ফয়সল রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিরা বলেন, মানবতার সেবায় চেজ বিগিনস যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। তারুণ্যে ভরা এ সংগঠন মাত্র দু’বছরে যে কাজ করেছে, আগামীতে এর বিস্তৃতি হবে অনেক বিশাল। এর মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনেকেই অনুপ্রাণিত হবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাহাত চৌধুরী, সংগঠনের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক ইফতেখার নোমান, অন্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহিনুর রহমান মারজান, তামিমুল করিম হৃদয় প্রমুখ।

সংগঠনটি সিলেট বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও, গত দুই বছরে মানবতার সেবায় বেশ কিছু কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এএএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।