ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার ফেনী যাচ্ছেন তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
শনিবার ফেনী যাচ্ছেন তথ্যমন্ত্রী

ফেনী: শনিবার(২৮ নভেম্বর) ফেনী আসছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

এ দিন তিনি শহরের মিজান ময়দানে দলটির জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে।



সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে, শ্রমিক-গরীব-কৃষক-নারীর ন্যায্য অধিকার আদায়ে সমাজতন্ত্রের লক্ষে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়াসে এ সম্মেলন।

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি, দলের কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওকত।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলাল’র সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার সম্মেলনের উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।