ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ২ ধর্মযাজককে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
খুলনায় ২ ধর্মযাজককে হত্যার হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার বিশপ ভবনের দুই ধর্মযাজককে হত্যার হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) মোবাইল ফোনে এ হত্যার হুমকি দেওয়া হয়।



হুমকির শিকার ধর্মযাজকেরা হলেন-খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান শিপন রমেন বৈরাগী ও রেভারেন্ড টমাস জয় সরকার।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, শুক্রবার জয় সরকারের মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ও শিপন রমেন বৈরাগীকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেন।

এ ঘটনা পুরোহিত জয় সরকারের মাধ্যমে জানার পর তিনি নিজেই থানায় একটি সাধারণ ডায়রি করেন। (যার নম্বর-১৮০৩)

তিনি জানান, হুমকির শিকার ধর্মযাজকদের পক্ষ থেকে এখনো কোনো সাধারণ ডায়রি করা হয়নি, তবে শনিবার সকালে তারা জিডি করবেন বলে জানিয়েছেন।

ওসির ধারণা ব্যক্তিগত শত্রুতা থেকেই এ হত্যার হুমকি দেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।