ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিল ভর্তি জ্যাকেটসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ফেনসিডিল ভর্তি জ্যাকেটসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: শরীরের সঙ্গে বিশেষ কায়দায় ফিটিং করা ফেনসিডিল ভর্তি জ্যাকেটসহ আনোয়ার হোসেন (১৮) নামে এক পাচারকারীকে ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৪৩) সদস্যরা।

শুক্রবার (২৭ নভেস্বর) দিনগত রাত আটটার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর মিনারকুট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



স্থানীয় ঘাগুটিয়া বর্ডার অবজারবেশন পোস্ট (বিওপি) এর টহল কমান্ডার হাবিলদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক পাচারকারী আনোয়ার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট গ্রামের হানিফ মিয়ার ছেলে।

এছাড়া জেলার বিজয়নগর উপজেলার কয়েকটি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি সদস্যরা। স্থানীয় বিষ্ণপুর বিওপি'র টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা নায়েব সুবেদার মো. এরশাদ আলীর নেতৃত্বে কালাছড়া সীমান্ত এলাকা থেকে ২৩ বোতল হুইস্কি, সিঙ্গারবিল টহল দল ৩৩ বোতল হুইস্কি ও গোসাইস্থল বিওপি টহল দল ২৪ বোতল হুইস্কি আটক করে।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।