ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে

যশোর: যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এতে সমিতির ৪৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনে সভাপতি পদে ত্রিমুখী এবং সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী লড়াই হচ্ছে। সভাপতি প্রার্থীরা হলেন- আওয়ামী আইনজীবী পরিষদের শরীফ আব্দুর রাকিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাফর সাদিক এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির কাজী আব্দুস শহীদ লাল।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন আওয়ামী আইনজীবী পরিষদের শাহিনুর রহমান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এম এ গফুর।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএম   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।