ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিজয়নগরে ৫০ পিস ইয়াবাসহ আটক ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নরগর উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তিনি কামালমুড়া গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল মজনুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির একটি ঘর থেকে ৫০টি ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।