ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় ট্রলারের মাঝি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় ট্রলারের মাঝি নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি ঈগল-৩ লঞ্চের ধাক্কায় জামাল গাজী (৩০) নামে কাঠ বোঝাই ট্রলারের এক মাঝি নিহত হয়েছেন। এতে আহত  হয়েছেন মিরাজ (৩০) ও ফকু (২৫) নামে আরো দুই ট্রলার যাত্রী।



শনিবার (২৮ নভেম্বর) ভোরে পটুয়াখালী লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীর চরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পর লঞ্চের কর্মীরা পটুয়াখালী ঘাটে যাত্রীদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। লঞ্চের সুপারভাইজার, সুকানি, মাস্টারের রুম ও ইঞ্জিন রুম তালাবদ্ধ দেখা গেছে। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

ঘটনার কয়েক ঘণ্টা পর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এস এম তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট অনেকের দাবি, এই লঞ্চটির কোনো রুট পারমিট নেই। এছাড়া লঞ্চটির বিরুদ্ধে অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গতিতে চলাচলের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু নৌবন্দর কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

বাংলাদেশ সময়: ‌১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।