ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হেরোইনসহ আটক কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
হেরোইনসহ আটক কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী কারাগারে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে হেরোইনসহ আটক উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) সাজ্জাদুর রহমান রেজা (৩৮) ও চান মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সাদুল্যাপুর উপজেলার মীরপুর বাজার এলাকার চান মিয়ার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

সাজ্জাদুর রহমান রেজার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনশালা গ্রামে। তিনি একই উপজেলার চতরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) হিসেবে কর্মরত।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, চান মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় এক গ্রাম হেরোইনসহ তাকে ও হেরোইন সেবনের অভিযোগে সাজ্জাদুর রহমান রেজাকে আটক করা হয়।  

আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।