ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের ২৪ পরগনা জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৩ দিনের সম্মেলনে বাংলাদেশে পৌঁছেছে।

শনিবার(২৮ নভেম্বর) দুপুর দেড় টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।



এসময় তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সরোয়ার, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম, ২৬ বিজিবির এডি মুনছুর আলী।

এসময় সেখানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ভারতের পক্ষে রয়েছেন, ভারতের ২৪ পরগনা জেলা ম্যাজিস্ট্রেট মনমিত নন্দা, জেলা পুলিশের আইপিএস তন্ময় রায় চৌধুরী সহ ৩ সদস্য।

জানা যায়, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, ও সাতক্ষীরা জেলার সীমানা রয়েছে। এই সীমান্ত দিয়ে ইছামতি ও কালিন্দী নদী প্রবাহিত রয়েছে। ব্রিটিশ আমলে এই দুই নদীর সীমানা চিহ্নিত করা হয়েছিল। বর্তমানে সেটা পুনরায় চিহ্নিতকরণ, বাঁধ সংস্কার করে বন্যা নিয়ন্ত্রণ ও স্থায়ী পিলার স্থাপন জরুরি হয়ে পড়েছে। এই বিষয়টি দুই দেশের যৌথ সম্মেলনে আলোচনা হবে।

এ ছাড়া সীমান্তে গোলাগুলি ও হত্যা বন্ধ, বন্দি বিনিময়, অনুপ্রবেশকারীদের তাৎক্ষণিক হস্তান্তর এবং নষ্ট, হারানো পিলার পুন:স্থাপন নিয়ে দুই দেশের জেলা প্রশাসক ও ম্যাজিস্টেট পর্যায়ে আলোচনা হবে।

২৯ নভেম্বর যশোর জেলা প্রশাসকের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় একই বিষয় নিয়ে ভারতীয় প্রতিনিধি দল সম্মেলন করবেন বলে জানা গেছে। ৩০ নভেম্বর বেনাপোল চেকপোস্ট দিয়ে সম্মেলন শেষে তারা ভারতে ফিরবেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল আহম্মেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান,  এধরনের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন সীমান্ত সমস্যা নিরসনে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।