ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে ‘হিজড়াদের’ ছুরিকাঘাতে আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বনানীতে ‘হিজড়াদের’ ছুরিকাঘাতে আহত ৩

ঢাকা: রাজধানীর বনানী বেলতলা এলাকায় হিজড়া পরিচয় দিয়ে টাকা তোলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আলামিন (১৯), ঝুমা (২৫) ও হৃদয় (১৮) নামে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আলামিনের অবস্থা গুরুতর।



শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কড়াইল বস্তিতে এ ঘটনা ঘটে। আহত ঝুমা ওই বস্তিতে বসবাসকারী হিজড়া বলে জানিয়েছে পুলিশ।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক।

তিনি বলেন, হিজড়া পরিচয় দিয়ে কড়াইল বস্তিতে টাকা তুলতে নামে সুমি, মাসুদা ওরফে মাসুমা, মানিকসহ কয়েক জনের একটি দল। এ সময় আলামিন, হৃদয় ও ওই বস্তিতে বসবাসকারী হিজড়া ঝুমা বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দলটি।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে আলামিনের জখম গুরুতর। এছাড়াও ঝুমার মাথায় ও হৃদয়ের মুখে ছুরিকাঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।