ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে গুলিতে নিহত ময়মনসিংহের সর্বদলীয় ছাত্র নেতা ফিরোজ ও জাহাঙ্গীরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।



এসময় জাসদ, শহীদ ফিরোজ জাহাঙ্গীর স্মৃতি পরিষদ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, বাসদ ও শহীদ ফিরোজের পরিবারের পক্ষে ফিরোজের ছেলে শেখ মো. ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে শহীদ জাহাঙ্গীর স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতনের সভাপতিত্বে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেক হোসেন, অ্যাডভোকেট সিব্বির আহম্মদ লিটন, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, বাসদের নেতা এস এম আমিনুল ইসলাম রিঙ্কু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।