ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বাগেরহাটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার(২৯ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



পরে জেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি ফিতা কেটে ইউডিসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) সহযোগিতায় জেলা প্রশাসন এ আয়োজন করে। অনুষ্ঠানে জেলার ৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।