ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

বগুড়া: বগুড়ার শেরপুরের সীমাবাড়ী ইউনিয়নে রাহেলা বেগম (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জয়নাল ফকিরের বিরুদ্ধে।
 
শনিবার (২৮ নভেম্বর) বেলা ৩টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।



এরপরই নিহতের বড়ভাই আব্দুল লতিফ বাদী হয়ে জয়নাল ফকিরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ধনকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী জয়নাল ফকির পলাতক রয়েছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ধনকুন্ডি গ্রামের আবু তালেব ফকিরের ছেলে জয়নাল ফকিরের সঙ্গে নিহত রাহেলার বিয়ে হয়। তাদের দুইটি মেয়ে সন্তান জন্ম নেয়। কিন্তু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিরোধ দেখা দেওয়ায়, মাঝে-মধ্যেই তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতো।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে জয়নাল উত্তেজিত হয়ে রাহেলার চুলের মুঠি ধরে ঘরের পাকা দেয়ালে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।